Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান
ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
1. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৭টি
৬টি
৪টি
৫টি
 
2. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য-
১৮০ কি.মি.
২৮৩ কি.মি.
২০০ কি.মি.
২৫০ কি.মি.
 
3. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ভারত ও ভুটান
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ভারত ও মায়ানমার
 

4. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয়?
আসাম
মেঘালয়
মিজোরাম
মণিপুর
 
5. নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য
ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
মেগালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
 
6. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি.
৪১৫৬ কি.মি.
৩৯৭৮ কি.মি.
 

       

Try Again

Back To MCQ Page