Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
সাধারন জ্ঞান
পাকিস্তান আমল
 
1. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
জানুয়ারি, ১৯৬৮
মার্চ, ১৯৬৮
এপ্রিল, ১৯৬৮
মে, ১৯৬৮
 
2. ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন-
মাওলানা ভাসানী
কমরেড মুজফফর আহমদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
 
3. ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপয হলো-
বাঙ্গালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
অর্থনৈতিক মুক্তি আন্দোলন
ভাষার আন্দোলনের সফল বাস্তবায়ন
শিক্ষা সংস্কার
 

4. আওয়ামী লীগের ঐতিহাসিক ‘ছয় দফা’-র প্রথম দফা-
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
ধর্মনিরপেক্ষতা
স্বতন্ত্র মুদ্রা
প্রাদেশিক স্বায়ত্তশাসন
 
5. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
বিল অব রাইটস
ম্যাগনাকার্টা
পিটিশন অব রাইটস
মুখ্য আইন
 
6. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয়-
আগরতলা
ঢাকা
লাহোর
কোনোটিই নয়
 

       

Try Again

Back To MCQ Page