Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
ছদ্মনাম ও প্রকৃত নাম
 
1. ‘দাদা ভাই’র আসল নাম কি?
আল মুতী শরফুদ্দীন
শওকত ওসমান
কাজী মোতাহার হোসেন
রোকনুজ্জামান খান
 
2. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
প্যারীচাঁদ মিত্র
মধুসূদন দত্ত
মধুসূদন মজুমদার
বিহারীলাল চক্রবর্তী
 
3. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
মালাধর বসু
সমরেশ বসু
মুকুন্দদাশ
রাজশেখর বসু
 
4. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিনয়কৃষ্ণ
সুনীল গঙ্গোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
 
5. ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুলের প্রকৃত নাম-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
বুদ্ধদেব বসু
 

6. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
বনফুল
যাযাবর
অবধূত
বীরবল
 
7. ’সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
নারায়ণ গঙ্গোপাধ্যায়
মোজাম্মেল হক
রাজশেখর বসু
বিমল ঘোষ
 
8. ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমরেশ বসু
প্রথম চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
 
9. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
সমরেশ মজুমদার
রাজশেখর বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমর সেন
 
10. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
যাযাবর
পরশুরাম
জরাসন্ধ
বনফুল
 

       

Try Again

Back To MCQ Page