Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
 
1. ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
ড. নীলিমা ইব্রাহিম
বেগম সুফিয়া কামাল
বেগম জোবেদা খানম
পান্না কায়সার
 
2. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
নেকড়ে অরণ্য
হাঙ্গর নদী গ্রেনেড
বাসন
নিজ বাসভূমে
 
3. ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
বদরুদ্দীন ওমর
মাসুদা ভাট্টি
এম. আর আখতার মুকুল
মেজর রফিকুল ইসলাম
 
4. ‘A search for identity’– বইটি কার লেখ?
কবির চৌধুরী
মেজর আবদুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম চৌধুরী
 
5. ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?
মুক্তিযুদ্ধের বিবরণ
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
ভিন্নধর্মী ডায়েরি
 

6. ষোল খন্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন-
হাসান হাফিজুর রহমান
আহসান হাবীব
এম. আর আখতার মুকুল
কবীর চৌধুরী
 
7. ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ শামসুল হক
হুমায়ুন আহমেদ
রফিকুল ইসলাম বীর উত্তম
সেলিনা বেগম
 
8. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
সুবচন নির্বাসনে
রক্তাক্ত প্রান্তর
নুরুলদীনের সারা জীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
 
9. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীন কারাগার
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
আর্তনাদ
 
10. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস-
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
 

       

Try Again

Back To MCQ Page