Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
বাংলা প্রবন্ধ
 
1. ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ কার লেখা বই?
আহমদ রফিক
বদরুদ্দীন ওমর
যতীন সরকার
সিরাজুল ইসলাম চৌধুরী
 
2. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
অশোক মিত্র
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
নীরদচন্দ্র চৌধুরী
অতুল সুর
 
3. ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
সচ্ছল বাংলাদেশের সন্ধানে
স্বনির্ভর স্বদেশের সন্ধানে
দারিদ্র্যহীন বিশ্বের প্রয়াসে
 
4. ‘মানবজীবন’, মহৎ জীবন’, উন্নত জীবন’- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
এস ওয়াজেদ আলী
এয়াকুব আলী চৌধুরী
মোহাম্মদ লুৎফর রহমান
মোহাম্মদ ওয়াজেদ আলী
 
5. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
নীহারঞ্জন রায়
আর, সি, মজুমদার
অধ্যাপক আবদুল করিম
অধ্যাপক সুনীত
 

6. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মাদ আবদুল হাই
মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
 
7. আলাওলের ‘পদ্মাবতী’ পুঁথি সম্পাদনা করেছেন-
ড. আহমদ শরীফ
ড. সুকুমার সেন
ড. মুহম্মদ এনামুল হক
আবদুল করিম সাহিত্য বিশারদ
 
8. ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
গোপাল হালদার
সুফিয়া কামাল
শহীদুল্লা কায়সার
আলতাফ মাহমুদ
 
9. ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থটির রচয়িতা কে?
অলি আহাদ
বদরুদ্দীন ওমর
মাহবুব উল আলম চৌধুরী
আহমদ ছফা
 
10. ড: মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
 

       

Try Again

Back To MCQ Page