Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
সমার্থক শব্দ
 
1. ‘সর্বভুক’ শব্দের সমার্থক শব্দ-
রাক্ষস
ক্ষুধার্ত
আগুন
মাংসাশী
 
2. ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
বহ্নি
হুতাশন
পাবক
অলক
 
3. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-
বাজী, তুরঙ্গম, ভুজঙ্গ
তমঃ, তমিস্র, শুক্ল
সর্বভুক, কৃশানু, বৈশ্বানর
কুটুম্ব, আগন্তুক, অনাহুত
 

4. কোনটি সমার্থক শব্দ নয়?
অনল
পাবক
বিভাবরী
হুতাশন
 
5. আকাশের প্রতিশব্দ-
গগন
কিরণ
কানন
অসীম
 
6. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?
অলক, কন্ডল, চিকুর
অণর, পাবক, বহ্নি
ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
ধরিত্রী, মহী, মেদেনী
 

       

Try Again

Back To MCQ Page