Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
কারক ও বিভক্তি
 
1. ক্রিয়ার বিষয়কে কি বলে?
কর্ম
পদ
সমাস
করণ
 
2. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’- এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী বিভক্তি
কর্তৃকারকে ১মা বিভক্তি
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
কর্মকারকে ১মা বিভক্তি
 
3. ‘এমন মেয়ে আর দেখিনি’- বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
 

4. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 
5. ‘আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
 
6. “নগরে রাজা এলো” ---‘রাজা’ এর কারক ও বিভক্তি-
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 

       

Try Again

Back To MCQ Page