Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
কারক ও বিভক্তি
 
1. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?
ছেলেরা ফুটবল খেলছে
মুষলধারে বৃষ্টি পড়ছে
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
 
2. ‘আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
 
3. কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
কোদালে মাটি কাটব
জাহাজ চট্টগ্রাম ছাড়ল
সাপের হাসি বেদেয় চেনে
আমারে তুমি রক্ষা করো
 
4. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্মকারকে শূন্য
সম্প্রদানে সপ্তমী
অধিকরণে শূন্য
কর্তৃকারকে শূন্য
 
5. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
 

6. বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
কারক
বিভক্তি
সমাস
সম্বন্ধ পদ
 
7. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 
8. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে প্রিয়জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে প্রথমা
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
সম্প্রদানে সপ্তমী
 
9. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
কারণ কারক
কর্মকারক
 
10. ‘মানুষে ভাবে এক, হয় আর এক’- বাক্যে মানুষে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে সপ্তমী
অধিকরণ কারকে সপ্তমী
 

       

Try Again

Back To MCQ Page