Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
কারক
বিভক্তি
যতি
প্রকৃতি
 
2. কোনটি নাম ধাতুর উদাহরণ?
দেখায়
পড়াচ্ছি
মুচড়ানো
শোনায়
 
3. ‘√কাঁদ্+অন’- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত?
কৃৎপ্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
প্রাতিপদিক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
 
4. ‘উৎকযতা’ কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত
উসর্গজনিত
বিভক্তিজনিত
 
5. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ধাতু প্রত্যয়
শব্দ প্রত্যয়
কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
 

6. ‘খেলনা’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
খেল+না
খেল্‌+না
খে+আলনা
খেলন+না
 
7. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
উৎ+ভিদ
উদ+ভিদ
উদ্‌+ভিদ
উত+ভিদ
 
8. প্রকৃতি বলতে কি বোঝায়?
দাতুর মূল
শব্দের মূল
প্রত্যয়যুক্ত শব্দ
শব্দ ও ধাতুর মূল
 
9. ‘নায়ক’ শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে-
নিঃ+অক
নী+অক
ণী+অক
√ণী+ণক
 
10. য-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
অম্লতা
দারিদ্র্য
সহযোগিতা
নাগরিক
 

       

Try Again

Back To MCQ Page