Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
বাংলা
বাংলা ভাষা
 
1. কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
তৎসম শব্দের প্রয়োগ বেশী
সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
 
2. কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
আঞ্চলিক/উপভাষা
সাধুভাষা
চলিত ভাষা
পালি ভাষা
 
3. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
লুইপা
শবরপা
ভুসুকুপা
কাহুপা
 

4. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
চর্যাপদ
ডাকার্ণব
দোঁহাকোষ
খ ও গ উভয়ই
 
5. চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
৪টি
৫টি
৬টি
৭টি
 
6. চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
অসমীয়া
উড়িয়া
মৈথিলী
কোল ভাষা
 

       

Try Again

Back To MCQ Page