Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
চুক্তি ও সনদ
 
1. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
সেভার্স চুক্তি
লুজেন চুক্তি
ভার্সাই চুক্তি
প্যারিস চুক্তি
 
2. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসমূহ অভিহিত-
‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
 
3. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
 

4. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?
প্রথম ভার্সাই চুক্তি
বার্লিন চুক্তি
স্বাধীনতা চুক্তি
ওয়াশিংটন চুক্তি
 
5. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
১৯২৫ সনে
১৯৪৯ সনে
১৯৬৬ সনে
১৯৭২ সনে
 
6. ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
১৯৭৮
১৯৭৯
১৯৭৩
১৯৮১
 

       

Try Again

Back To MCQ Page