Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
চুক্তি ও সনদ
 
1. শেনঝেন কোন দেশের অংশ?
ফ্রান্স
লুক্সেমবার্গ
বেলজিয়াম
নেদারল্যান্ড
 
2. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
 
3. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম....
দামেস্ক চুক্তি
আলজিয়ার্স চুক্তি
কায়রো চুক্তি
বৈরুত চুক্তি
 
4. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-
জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
 
5. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?
জেনেভা চুক্তি
ম্যাচট্রিচট চুক্তি
ডেটন চুক্তি
প্যারিস চুক্তি
 

6. ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?
জন
জেমস
এডওয়ার্ড
জর্জ
 
7. ম্যাগনাকার্টা কত খ্রিস্টাব্দে প্রণীত হয়?
১২১৫ খ্রিস্টাব্দে
১২২৫ খ্রিস্টাব্দে
১২১০ খ্রিস্টাব্দে
১২১২ খ্রিস্টাব্দে
 
8. ‘ডেটন চুক্তি’ স্বাক্ষরিত হয় কোন শহরে?
আলাক্সা
নিউিইয়র্ক
প্যারিস
মিউনিখ
 
9. ‘উই রিভার’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
 
10. Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
ইতালি
ব্রিটেন
ডেনমার্ক
ফ্রান্স
 

       

Try Again

Back To MCQ Page