Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
খেলাধুলা
 
1. ‘রিচার্ড হ্যাডলি’ বিখ্যাত-
ফুটবলার হিসাবে
ক্রিকেটার হিসাবে
দৌড়বিদ হিসাবে
টেনিস খেলোয়াড় হিসেবে
 
2. ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত-
অস্টেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড
ভারত
 
3. ব্যাটসম্যান আউট হয়-
বল গালিতে ঠেলে দিলে
বল কাট করে দিলে
বল বাউন্ডারি হলে
হিট উইকেট হলে
 
4. টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ক্রিকেট মৌসুমে Calender year এ সর্বাধিক সংগ্রহকারী ক্রিকেটার-
মোহাম্মদ ইউসুফ
ভিভ রিচার্ডস
শচীন টেন্ডুলকার
ব্রায়ান লারা
 
5. একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?
ভারতের কপিল দে
শ্রীলঙ্কার মুরালিধরন
পাকিস্তানের জালাল উদ্দিন
অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন
 

6. অস্ট্রেলীয় ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে?
একবার
দুইবার
তিনবার
পাঁচবার
 
7. বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়?
ইংল্যান্ড
অস্ট্রেলিয়ায়
ভারতে
ওয়েস্ট ইন্ডিজে
 
8. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম-
কোর্ট অব ডিসিপ্লিন
কোর্ট অব আরবিট্রেশন
কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
কোর্ট অব প্লে
 
9. ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয়-
১৭৭৪ সালে
১৮৭৫ সালে
১৭৫০ সালে
১৯০০ সালে
 
10. প্রখম বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলার দুটি প্রতিদ্বন্দী দল-
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তান ও অস্টেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
 

       

Try Again

Back To MCQ Page