Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
সীমারেখা
 
1. What is the name of the border line between India and Pakistan?/ ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখার নাম কী?
Line of Control
Durand Line
Indo-Pak Line
Sindh Line
 
2. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরান্ড লাইন
ম্যাজিনো লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাকমোহন লাইন
 
3. সংযুক্তির পূর্ব উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
৩০° সমান্তরাল
১৭° সমান্তরাল
২৩° সমান্তরাল
১৮° সমান্তরাল
 

4. ভারত ও চীন সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন
ডুরান্ড লাইন
রেডলাইন
র‌্যাডক্লিফ লাইন
 
5. ওডার নীচ নদী-
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও প্যোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযু্ক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
 
6. North & South Korea are divided by the- Or উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
 

       

Try Again

Back To MCQ Page