Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
সাধারন জ্ঞান
ভৌগোলিক অবস্থান এবং সীমানা
 
1. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
২৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২৫ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
 
2. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য-
১৮০ কি.মি.
২৮৩ কি.মি.
২০০ কি.মি.
২৫০ কি.মি.
 
3. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
৬০০ কিলোমিটার
৬৫০ কিলোমিটার
৭১১ কিলোমিটার
৮০০ কিলোমিটার
 
4. ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
মেঘালয়
আসাম
ত্রিপুরা
মণিপুর
 
5. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
২২°৩০′ থেকে ২০°৩৪′ দক্ষিণ অক্ষাংশে
৮০°৩১′ থেকে ৪০°৯০′ দ্রাঘিমাংশে
৩৪°২৫′ থেকে ৩৮° উত্তর অক্ষাংশে
৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে
 

6. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
৫৫০০ মাইল
৪৪২৪ মাইল
৩২২০ মাইল
২৯২৮ মাইল
 
7. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ট্রপিক অব ক্যাপ্রিকন
ট্রপিক অব ক্যানসার
ইকুয়েটর
আর্কটিক সার্কেল
 
8. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের-
২০°৩৪′ - ২৬°৩৮′
২১°৩১′ - ২৬°৩৩′
২২°৩৪′ - ২৬°৩৮′
২০°২০′ - ২৫°২৬′
 
9. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
বিষুবরেখা
মকরক্রান্তি রেখা
কর্কটক্রান্তি রেখা
সুমেরু রেখা
 
10. কর্কটক্রান্তি রেখা-
বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়ে
বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
 

       

Try Again

Back To MCQ Page