Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
লাভ ও ক্ষতি
 
1. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
৪%
৫%
৭%
৮%
 
2. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
১৮:২৫
২০:২৫
২৪:২৫
১৯:২৫
 
3. এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
৭৫
৮০
৮৫
৯০
 

4. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-
৩০%
১৫%
৫০%
৩৫%
 
5. মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?
১,৬৫০ টাকা
১,৬০০ টাকা
১,৭০০ টাকা
১,৭৫০ টাকা
 
6. টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
২৫% লাভ হবে
২৫% ক্ষতি হবে
৩০% লাভ হবে
লাভ বা ক্ষতি কিছুই হবে না
 

       

Try Again

Back To MCQ Page