Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. শফির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ১১:১০ এবং তার মাসিক সঞ্চয় ১,০০ টাকা হলে তার মাসিক আয় কত টাকা?
১২,০০০
১১,০০০
১১,৫০০
১২,২০০
 
2. ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
১০
৩০
২০
কোনোটিই নয়
 
3. ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
 

4. ৪৯৫ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
১২৫ টাকা
১৩০ টাকা
১৩৫ টাকা
১৪০ টাকা
 
5. কোন ব্যবসায় “ক”, “খ”, “গ” এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ‘ক’ অপেক্ষা ‘গ’ কত টাকা বেশি পাবে?
৬০ টাকা
৮০ টাকা
১২০ টাকা
৪০ টাকা
 
6. ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য-
৯ মিটার
৭ মিটার
১১ মিটার
১০ মিটার
 

       

Try Again

Back To MCQ Page