Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. ধানে চাল ও তুষের অনুপাত ৭:৩ হলে এতে কি পরিমাণ চাল আছে?
৫০%
৬০%
৭০%
৮০%
 
2. একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
৩:২
৩:১
২:১
৫:২
 
3. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
২০ মি.
১৪ মি.
৩০ মি.
১৬ মি.
 
4. আবিদ, আনিস ও আনোয়ারের মধ্যে কিছু পরিমাণ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে আবিদ ১৫০ টাকা পায়। মোট টাকার পরিমাণ কত?
৬০০ টাকা
৭০০ টাকা
৮০০ টাকা
৭৫০ টাকা
 
5. ৪০ মিটার দীর্ঘ রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
১০
৩০
২০
কোনোটিই নয়
 

6. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
 
7. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪:৯
২:৩
৪:৫
৫:৬
 
8. রহিম ও করিমের বয়সের অনুপাত ৩:৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে নিম্নের কোন উত্তরটি সঠিক?
রহিম ১৫
করিম ১৫
রহিম ১০
করিম ৫
 
9. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
৯:২
৪৫:১
৪৫০:১
৯:১
 
10. ৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত?
১২
১৬
 

       

Try Again

Back To MCQ Page