Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
ক্ষেত্রফল ও পরিমাপ
 
1. একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% ভাগ বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে-
৫০%
২৫%
৪৫%
১২৫%
 
2. ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে? রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
১৬০০ বর্গফুট
১২০০ বর্গফুট
৮৫৫ বর্গফুট
৭৫৫ বর্গফুট
 
3. একটি নক্‌শায় ১ মিটার যদি ১ কিলোমিটার দুরত্ব নির্দেশ করে তবে ঐ নক্‌শায় কত বর্গ সেন্টিমিটার ১ হেক্টর জমি নির্দেশ করবে?
১০০ ব.সে.মি.
৫০ ব.সে.মি
১০ ব.সে.মি
১০০ ব.সে.মি
 

4. কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
৫০%
১০০%
১২৫%
১৫০%
 
5. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের
দ্বিগুণ হবে
চারগুণ হবে
ছয়গুণ হবে
তিনগুণ হবে
 
6. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
৬০ লিটার
৬০০ লিটার
৬০০০ লিটার
৬০০০০ লিটার
 

       

Try Again

Back To MCQ Page