Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
গণিত
ঐকিক নিয়ম
 
1. একটি বালতির ভেতরের আয়তন ১.৫ লিটার হলে ৪৫০ লিটারে কত বালতি পানি হবে?
৩০০ বালতি
৪৫০ বালতি
৫০০ বালতি
৬৭৫ বালতি
 
2. যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
৪২ বিঘা
৪৪ বিঘা
৪৫ বিঘা
৪৮ বিঘা
 
3. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
৭০০০ জন
৭২৫০ জন
৭৫০০ জন
৮০০০ জন
 
4. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
৪টি
৫টি
৬টি
১০টি
 
5. তিনদিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিনগুণ কাজ করতে কত দিন লাগবে?
২৯ দিন
৮৭ দিন
৩০০ দিন
২৬১ দিন
 

6. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
৫ ঘন্টায়
৭.৫ ঘন্টায়
৯ ঘন্টায়
৪ ঘন্টায়
 
7. পানি ভর্তি ১টি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়া্য় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
৫ কেজি
৭ কেজি
২ কেজি
১ কেজি
 
8. একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
১৬ দিন
১৮ দিন
২০ দিন
২৪ দিন
 
9. ১৬ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ১২ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
৪ দিনে
৮ দিনে
১২ দিনে
৩ দিনে
 
10. ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
২৫ দিন
২৪ দিন
৩০ দিন
১৬ দিন
 

       

Try Again

Back To MCQ Page