Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
ছদ্মনাম ও প্রকৃত নাম
 
1. জরাসন্ধ কার ছদ্মনাম?
চারুচন্দ্র চক্রবর্তী
সমরেশ বসু
বিমল ঘোষ
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
 
2. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
যাযাবর
পরশুরাম
জরাসন্ধ
বনফুল
 
3. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিনয়কৃষ্ণ
সুনীল গঙ্গোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
 

4. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
প্যারীচাঁদ মিত্র
মধুসূদন দত্ত
মধুসূদন মজুমদার
বিহারীলাল চক্রবর্তী
 
5. ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুলের প্রকৃত নাম-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
বুদ্ধদেব বসু
 
6. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
বনফুল
যাযাবর
অবধূত
বীরবল
 

       

Try Again

Back To MCQ Page