Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
কারক ও বিভক্তি
 
1. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
কারণ কারক
কর্মকারক
 
2. ‘আমার যাওয়া হয়নি’- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
কর্তায় ষষ্ঠী
কর্মে ষষ্ঠী
 
3. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’- এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী বিভক্তি
কর্তৃকারকে ১মা বিভক্তি
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
কর্মকারকে ১মা বিভক্তি
 
4. “রহিম ধোপাকে কাপড় ধুতে দিল”- ধোপাকে ইহা কোন কারক?
কর্তৃকারক
কর্মকারক
সম্প্রদান কারক
অপাদান কারক
 
5. ‘সকলকে মতে হবে’- বাক্যে সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
অধিকরণে দ্বিতীয়া
 

6. ‘আমাকে যেতে হবে’-বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মে দ্বিতীয়া
করণে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
 
7. খালেদ বই পড়ে- বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
 
8. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ছাগলে কিনা খায়
টাকায় টাকা আনে
আরেফ বই পড়ে
ডাক্তার ডাক
 
9. বাক্যের প্রতিটি শব্দের সাথে অম্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
কারক
বিভক্তি
সমাস
সম্বন্ধ পদ
 
10. ‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে শূন্য
কর্মকারকে শূন্য
করণ কারকে শূন্য
অপাদান কারকে শূন্য
 

       

Try Again

Back To MCQ Page