Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
সন্ধি
 
1. ‘কটাক্ষ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
কটু+অক্ষ
কটা+অক্ষ
কট+ক্ষ
কট+অক্ষ
 
2. নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক নয়?
মহা+ঋষি=মহযি
শীত+ঋত=শীতার্ত
যথা+এষ্ট=যথেষ্ট
যথা+উচিত=যথোচিত
 
3. 'উপরি+উক্ত' মিলে কোন শব্দ গঠিত হয়?
উপরিক্ত
উপযুক্ত
উপরুক্ত
উপরোক্ত
 
4. তৃষ্ণার্ত-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তৃষ্ণা+আর্ত
তৃষ্ণা+ঋত
তৃষ্ণা+ষর্ত
তৃষ্ণা+রিত
 
5. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে-
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
 

6. ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী- কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
আ+ঈ=এ
অ+ঈ=এ
আ+ঈ=এ
অ+ই=এ
 
7. 'শশাঙ্ক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
শশ+অঙ্ক
শস+অঙ্ক
শশা+অঙ্ক
শম+অঙ্ক
 
8. ‘বিদ্যালয়’ এর সন্ধি-বিচ্ছেদ-
বিদ্যা+আলয়
বিদ্য+আলয়
দবদ্যা+লয়
বিদ+আলয়
 
9. ‘অত্যন্ত’ এর সন্ধি-বিচ্ছে কোনটি?
অতি+অন্ত
অতী+অন্ত
অত্ৎ+অন্ত
অত+অন্ত
 
10. ‘পরীক্ষা’ সন্ধি-বিচ্ছেদ কি হবে?
পরী+ঈক্ষা
পরি+ইক্ষা
পরী+ইক্ষা
পরি+ইক্ষা
 

       

Try Again

Back To MCQ Page