Learn and Examine Yourself

প্রাইমারি প্রস্তুতি
বাংলা
বাংলা ভাষা
 
1. দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে?
ধ্বনির
ভাষার
অর্থের
শব্দের
 
2. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমস্টিকে বলে-
বর্ণ
শব্দ
বাক্য
ভাষা
 
3. উপভাষা (Dialect) কোনটি?
সাহিত্যের ভাষা
পাঠ্যপুস্তকের ভাষা
অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
লেখ্য ভাষা
 

4. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো-
ধ্বনি, শব্দ, বাক্য
শব্দ, সন্ধি, সমাস
ধ্বনি, শব্দ, বর্ণ
অনুসর্গ, উপসর্গ, শব্দ
 
5. কোন অঞ্চলের মৌলিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে?
যশোর
ঢাকা
কলকাতা
বিহার
 
6. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
ব্যাকরণ
ভাষা
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
কোনোটিই নয়
 

       

Try Again

Back To MCQ Page