Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
সুদকষা
 
1. বার্ষিক ৭% সরল সুদে ১,২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?
২ বছর
৩ বছর
৪ বছর
৫ বছর
 
2. প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?
১১৯০ টাকা
১১৯০.৫০ টাকা
১১৯৫ টাকা
১১৯৫.৫০ টাকা
 
3. ৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
৩২৫
৩৪৫
৩৬০
৩৭৫
 
4. P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?
15
20
25
50
 
5. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
৬০০ টাকা
৮০০ টাকা
৭০০ টাকা
১,০০০ টাকা
 

6. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
১৫ টাকা
২৫ টাকা
২০ টাকা
১২.৫০ টাকা
 
7. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
১০.০০ টাকা
১২.০০ টাকা
৭.৫০ টাকা
৫.০০ টাকা
 
8. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?
২০৫ টাকা
২৫০ টাকা
২২৫ টাকা
২৯০ টাকা
 
9. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
১৫%
২০০%
২৫%
১২.৫%
 
10. কোনো আসল ২০ বছরে সুদ-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
৩০ বছর
৪০ বছর
৬০ বছর
২৫ বছর
 

       

Try Again

Back To MCQ Page