Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
লাভ ও ক্ষতি
 
1. টাকায় ৩টি জিনিস ক্রয় করে, টাকায় ২টি জিনিস বিক্রয় করলে শতকরা লাভ হবে-
৩০%
১৫%
৫০%
৩৫%
 
2. একটি জিনিস ১২৬ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
১৩৮.৬ টাকা
১১৩.৪ টাকা
১৫০ টাকা
১৬০.২ টাকা
 
3. ৫০ টাকায় আম কিনে ১৫০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ-
২০০%
১৫০%
৩০০%
কোনোটিই নয়
 
4. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
২০০ টাকা
২২০ টাকা
২৩০ টাকা
২৪০ টাকা
 
5. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫:৬ হলে, লাভ কত?
২০%
২১%
২৫%
কোনোটিই নয়
 

6. টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২৫% ক্ষতি হয়? ৫০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
৫টি
৬টি
৭টি
৮টি
 
7. সামাদ সাহেবের মাসিক বেতন ১২০০ টাকা। এক বছর পর তার বেতন ১১% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনে বছর শুরু করবেন?
১২০৭৫ টাকা
১৩৩২০ টাকা
১৬০০০ টাকা
১৪৪০০ টাকা
 
8. ২০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
২০%
১২.৫%
১৫%
১০%
 
9. প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
১৬০ টাকা
১৬৫ টাকা
১৬৬.৪ টাকা
১৭০ টাকা
 
10. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত?
১১২ টাকা
৩৬২ টাকা
৩৯২ টাকা
৩৮৬ টাকা
 

       

Try Again

Back To MCQ Page