Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
 
2. দুইটি সংখ্যার যোগফল ৫৬। যদি সংখ্যা দুইটির অনুপাত ৩:১ হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে?
১৪
৪২
১৬৮
৫৮৮
 
3. একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
৯:২
৪৫:১
৪৫০:১
৯:১
 

4. ২১,০০০ টাকা তিন জন বিনিয়োগকারীর মধ্যে ১:২:৪ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে?
৭,৫০০ টাকা
৬,০০০ টাকা
৩,০০০ টাকা
৯,০০০ টাকা
 
5. দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪:৯
২:৩
৪:৫
৫:৬
 
6. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
২০ মি.
১৪ মি.
৩০ মি.
১৬ মি.
 

       

Try Again

Back To MCQ Page