Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
ছদ্মনাম ও প্রকৃত নাম
 
1. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
আবদুল মান্নান সৈয়দ
সৈয়দ আজিজুল হক
আবু সয়ীদ আইয়ুব
সৈয়দ শামসুল হক
 
2. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
যাযাবর
পরশুরাম
জরাসন্ধ
বনফুল
 
3. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
সমরেশ মজুমদার
রাজশেখর বসু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমর সেন
 
4. Banaful is the assumed name of which writer?
Shirshendu Mukhopaddhay
Balaichand Mukhopaddhay
Tarashankar Bandopaddhay
Abu Jafar Obaidulah
 
5. জরাসন্ধ কার ছদ্মনাম?
চারুচন্দ্র চক্রবর্তী
সমরেশ বসু
বিমল ঘোষ
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
 

6. ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমরেশ বসু
প্রথম চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
 
7. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
বনফুল
যাযাবর
অবধূত
বীরবল
 
8. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিনয়কৃষ্ণ
সুনীল গঙ্গোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
 
9. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
প্যারীচাঁদ মিত্র
মধুসূদন দত্ত
মধুসূদন মজুমদার
বিহারীলাল চক্রবর্তী
 
10. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
প্রথম চৌধুরী- পরশুরাম
রাজশেখর বসু- বীরবল
সমরেশ বসু- কালকূট
মীর মশাররফ হোসেন- কয়েকোবাদ
 

       

Try Again

Back To MCQ Page