Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
 
1. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
বিদ্রোহী বাঙালি
মূলধারা
বাঙালির ইতিহাস
বাংলার বিদ্রোহী
 
2. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
কী চাহ শঙ্খচিল
জন্ম যদি তব বঙ্গে
রাইফেল রোটি আওরাত
একদা এক রাজ্যে
 
3. ‘A search for identity’– বইটি কার লেখ?
কবির চৌধুরী
মেজর আবদুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম চৌধুরী
 
4. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
বঙ্গভঙ্গ আন্দোলন
তেভাগা আন্দোলন
 
5. ‘একাত্তরের দিনগুলি’ কী জাতীয় রচনা?
স্মৃতিকথা
দিনলিপি
প্রবন্ধ
উপন্যাস
 

6. নিচের কোন রচনাটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত?
নন্দিত নরকে
কুহক
আগুনের পরশমণি
দুই দুয়ারী
 
7. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা?
চিলেকোঠার সেপাই
একাত্তরের দিনগুলি
আগুনের পরশমণি
পায়ের আওয়াজ পাওয়া যায়
 
8. ‘এ গোল্ডেন এজ’ উপন্যাসটির রচয়িতা-
তাহমিনা আনাম
মনিকা আলী
সৈয়দ মনজুরুল ইসলাম
এদের কেউ নন
 
9. মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি রচনা করেছিলেন?
ওয়াল্ট হুইটম্যান
অ্যালেন গিনসবার্গ
উইলিয়াম কার্লোস উইলিয়াম
রবার্ট ফ্রস্ট
 
10. নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?
ফেরারী ডায়েরি
কর্ণফুলী
আরেক ফাল্গুন
স্মৃতির শহর
 

       

Try Again

Back To MCQ Page