Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
সমার্থক শব্দ
 
1. ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ননদিনী
নারী
তনয়া
সুন্দরী
 
2. নিচের কোনটি ‘কন্যা’র সমার্থক নয়?
সহোদরা
মেয়ে
পুত্রী
আত্মজা
 
3. ‘ঋত্বিক’ শব্দটির প্রতিশব্দ-
বৃষভ
এলানো
ঋজু
হোমক
 
4. ‘অম্বর’ এর প্রতিশব্দ কোনটি?
পৃথিবী
জল
সমুদ্র
আকাশ
 
5. নিচের কোনটি ‘অনুশীলন’ শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
মকশো
তালিম
তালাশ
 

6. ‘অংশু’ শব্দের অর্থ কোনটি?
চন্দ্র
লজ্জা
লোহিত
প্রভা
 
7. ‘কোকিল’ এর সঠিক প্রতিশব্দ কি?
করী
কুণ্ডল
কলকণ্ঠ
বিভা
 
8. ইচ্ছা- এর সমার্থক শব্দ-
অভিলাষ
স্বেচ্ছা
সৃজনী
আগ্রহী
 
9. ‘কুহক’- শব্দের সমার্থক শব্দ কোনটি?
কুহেলী
ভূম
ঋষি
মায়া
 
10. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
বিভু
প্রভাকর
সুধাকর
 

       

Try Again

Back To MCQ Page