Learn and Examine Yourself

ব্যাংক প্রস্তুতি
বাংলা
সন্ধি
 
1. সন্ধির প্রধান সুবিধা কি?
উচ্চারণের সুবিধা
লেখার সুবিধা
শোনার সুবিধা
পড়ার সুবিধা
 
2. তৃষ্ণার্ত-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
তৃষ্ণা+আর্ত
তৃষ্ণা+ঋত
তৃষ্ণা+ষর্ত
তৃষ্ণা+রিত
 
3. নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক নয়?
মহা+ঋষি=মহযি
শীত+ঋত=শীতার্ত
যথা+এষ্ট=যথেষ্ট
যথা+উচিত=যথোচিত
 
4. ‘পুরাধ্যক্ষ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছে কোনটি?
পুর+আধ্যক্ষ
পুর+অধ্যক্ষ
পুরা+অধ্যক্ষ
পুরা+আধ্যক্ষ
 
5. ‘সতীশ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সতি+ইশ
সতীশ+অ
সতি+ঈশ
সতী+ঈশ
 

6. সন্ধি-বিচ্ছেদ কর: উপর্যুপরি
উপরি+উপরি
উপয+পরি
উপ+যুপরি
উপ+উপরি
 
7. ‘কটাক্ষ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
কটু+অক্ষ
কটা+অক্ষ
কট+ক্ষ
কট+অক্ষ
 
8. ‘গতানুগতিক’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গত+আনুগতিক
গতা+অনুগতিক
গত+অনুগতিক
গতানু+গতিক
 
9. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মতঃ+এক
মতঃ+ঐক্য
মত+এক
মত+ঐক্য
 
10. ‘নবোঢ়া’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
নব+উঢ়া
নব+ঊঢ়া
নবো+উঢ়া
নবো+ঊঢ়া
 

       

Try Again

Back To MCQ Page