Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
খাদ্য ও পুষ্টি
 
1. আমিষ পরিপাক হয়ে কি হয়?
কার্বোহাইড্রেড
ফ্যাটি এসিড
ল্যাকটিক এসিড
এমাইনো এসিড
 
2. চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত?
কার্বোহাউড্রেট জাতীয়
স্নেহ জাতীয়
ধাতব লবণ জাতীয়
ভিটামিন জাতীয়
 
3. সুক্রোজ গঠিত হয়-
১ অণু গ্লুকোজ এবং ১ অণু ফ্রুক্টোজ দ্বারা
১ অণু গ্লুকোজ এবং ১ অণু গ্যালাকটোজ দ্বারা
২ অণু গ্লুকোজ দ্বারা
২ অণু ফ্রুক্টোজ দ্বারা
 

4. ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয় কোনটিকে?
ফ্রুক্টোজ
গ্লুকোজ
সুক্রোজ
রাইবুলোজ
 
5. কার্বোহাইড্রেটে C,H,O এর অনুপাত কত?
১ : ১ : ২
১ : ২ : ১
১ : ৩ : ২
১ : ৩ : ১
 
6. নিচের কোনগুলো মনোস্যাকারাইড?
গ্লুকোজ
সুক্রোজ
মালটোজ
ফ্রুক্টোজ
 

       

Try Again

Back To MCQ Page