Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
মানবদেহ
 
1. কোনটি হৃদপিন্ডের স্তর নয়?
এন্ডোকার্ডিয়াম
মায়োকার্ডিয়াম
এপিকার্ডিয়াম
পেরিকার্ডিয়াম
 
2. কোনটি রক্তের উপাদান নয়?
লোহিতকণিকা
শ্বেতকণিকা
লিউকোপ্লাস্ট
বেসোফিল
 
3. দেহের কোনো স্থানে কেটে গেলে রক্তের কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে?
শ্বেত কণিকা
লোহিত কণিকা
অনুচক্রিকা বা প্লাটেলেটস
রক্তরস
 
4. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা?
৩১টি
৩২টি
৩৩টি
৩৪টি
 
5. রক্তে হিমোগ্লোবিন থাকে-
লোহিত রক্তকণিকায়
শ্বেত রক্তকণিকায়
অনুচক্রিকায়
প্লাজমায়
 

6. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?/ Or A universal donar is a person having blood group of --
গ্রুপ A
গ্রুপ B
গ্রুপ O
গ্রুপ AB
 
7. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
আমিষ
আয়োডিন
স্নেহ
লৌহ
 
8. সাদা বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণী?
শ্বেত ভল্লুক
মাছি
আফ্রিকার কৃষ্ণকায় মৃগ
তেলাপোকা
 
9. রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়?
লোহিত কণিকা
শ্বেত কণিকা
শ্বেত ও লোহিত কণিকা
কোন কণিকাই নহে
 
10. রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্যে করে?
আয়রন
সোডিয়াম
ক্যালসিয়াম
ম্যাগনেসিয়াম
 

       

Try Again

Back To MCQ Page