Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
তড়িৎ
 
1. নিচের কোনটি সেমি কনডাক্ট্রর বা অর্ধপরিবাহী-
রাবার
জার্মেনিয়াম
গন্ধক
কাচ
 
2. বাংলাদেশের বাসা বাড়িতে সরবারহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল-
৬০ হার্জ
২২০ হার্জ
৫০ হার্জ
১১০ হার্জ
 
3. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
 
4. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
এ্যামিটার
অনুবীক্ষণ যন্ত্র
ভোল্টমিটার
তড়িৎবীক্ষণ যন্ত্র
 
5. যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, সালফাইড
গ্যালিয়াম, আর্সেনাইড
 

6. কোনটি অর্ধ-পরিবাহী (semi – conductor) নয়?
লোহা
সিলিকন
জার্মেনিয়াম
গ্যালিয়াম
 
7. ওহমের সূত্র প্রয্যেজ্য হওয়ার জন্য..
উষ্ণতা অপরিবর্তিত থাকা ‍উচিত
উষ্ণতা কমানো উচিত
উষ্ণতা বৃদ্ধি করা উচিত
কোনটিই সত্য নয়
 
8. ‘Voltage’ এর সঠিক সংজ্ঞা হলো-
বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
বৈদ্যুতিক চাপের পরিমাণ
বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
 
9. Which of the following is not a conductor of electricity?/নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
Graphite
Glass
Wet Bamboo
Platinum
 
10. বাংলাদেশে তড়িৎ এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল – এর তাৎপর্য কি?
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
প্রতি সেকেন্ড বিদ্যুৎ ৫০ বার উঠানামা করে
প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রমে করে
 

       

Try Again

Back To MCQ Page