Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
পরমাণু গঠন
 
1. কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
ইলেক্ট্রন
প্রোটন
নিউট্রন
নিউক্লিয়াস
 
2. নিচের কোনটি মূল কণিকা?
নিউট্রিনো
নিউট্রন
পজিট্রন
ডিউট্রেরন কণা
 
3. একটি অ্যাটিমে (পরমাণু) কণিকার সংখ্যা কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
 
4. এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদেরকে বলে-
আইসোটোপ
আইসোমার
আইসোটোন
আইসোবার
 
5. পরমাণুর ভর বলতে কি বুঝায়?
নিউট্রনের ভর
প্রোটনের ভর
নিউট্রন ও প্রোটনের ভর
নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর
 

6. প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা-
n2
2n2
3n2
4n
 
7. সোডিয়াম এর (na23) একটি পরমাণুতে রয়েছে--
১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
১১টি প্রোটন ও ১২টি নিউট্রন
১২টি প্রোটন ও ১১টি নিউট্রন
১৩টি প্রোটন ও ১০টি নিউট্রন
 
8. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
৩৯
৩২
৩৩
৩৪
 
9. কোনটি মৌলিক কণিকা নয়?
প্রোটন
নিউট্রন
ইলেকট্রন
হাইড্রোজেন পরমাণু
 
10. কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে-
নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
প্রোটনের সংখ্যা
নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইরেকট্রনের সংখ্যা
নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি
 

       

Try Again

Back To MCQ Page