Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
শব্দ ও তরঙ্গ
 
1. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থে
 
2. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
১৮০ m\s
শূন্য
৩৩২ m\s
১১২০ m\s
 
3. শব্দ উৎপত্তির কারণ---
বস্তুর কম্পন
বস্তুর তাপমাত্রা
প্রতিধ্বনি
শব্দ তরঙ্গ
 
4. একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ--
শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রাবাহিত হয় বলে
বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
বাসাতে শব্দ তরঙ্গের বেশি হয় বলে
শব্দ কম্পাস্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
 
5. শব্দের একক কোনটি? Or Which one is the unit of sound?
Decibel
Ampere
Volt
Chronometer
 

6. কোন মাধ্যম শব্দ অধিক দ্রুত গতিতে চলে?
পানিতে (Water)
ইস্পাতে (steel)
বাতাসে (Air)
বায়ুশূন্য (Vacum) মাধ্যমে
 
7. শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
শূন্য মাধ্যমে
তরল মাধ্যমে
কঠিন মাধ্যমে
বায়ুবীয় মাধ্যমে
 
8. শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
তাপ
মাধ্যম
চাপ
আলো
 
9. শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমান (সুপারসনিক বিমান) এর নাম কি? Or Which of the following are supersonic aeroplanes -
বোয়িং (Boeing)
কনকর্ড (Concorde)
এয়ারবাস (Airbus)
জাম্বোজেট (Jambojet)
 
10. শব্দ বিস্তারের জন্য--
কোন মা্ধ্যমের প্রয়োজন হয় না
স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
উপরের কোনোটিই নয়
 

       

Try Again

Back To MCQ Page