Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটারের ইতিহাস
 
1. কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
মিনিট
ন্যানোসেকেন্ড
সেকেন্ড
ঘন্টা
 
2. In a computer program, the process of executing the same instructions over and over is called --- / কম্পিউটার প্রোগ্রাম, একই নির্দেশনা বার বার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
Branching
Looping
Circulating
Hierarchical Charthing
 
3. একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
২ কোটি
৩ কোটি
৪ কোটি
৫ কোটি
 

4. কম্পিউটারে কোনটি নেই?
স্মৃতি
বুদ্ধি
দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
নির্ভুল কাজ করার ক্ষমতা
 
5. ন্যানো সেকেন্ড হলো-
এক সেকেন্ডের দশ হাজার ভাগের এক ভাগ
এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
এক সেকেন্ডের দশ লক্ষ কোটি ভাগের এক ভাগ
 
6. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
পুনরাবৃ্ত্তিমূলক কাজ
গাণিতিক কাজ
হিসাবরক্ষক কাজ
প্রতিবেদন প্রণয়ন
 

       

Try Again

Back To MCQ Page