Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
কম্পিউটার নেটওর্য়াক
 
1. একটি বিল্ডিংয়ের কম্পিউটাসমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়্যাক বলা হয়?
Campus Area Network
Local Area Network
Wide Area Network
Metropolitan Area Network
 
2. The most distinctive between a LAN and a WAN is ---/ LAN এবং WAN এর মধ্যে পার্থখ্য হল ---
Distance covered (আওতাধীন দূরত্ব)
Machine size (মেশিনের আকার)
Number of users (ব্যবহারকারীর সংখ্যা)
Number of work stations (কর্মস্থলের সংখ্যা)
 
3. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
MAN
CAN
LAN
WAN
 

4. What do the personal computers form when they are connected together? Or পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয়?
Super Computer
Network
Server
Enterprise
 
5. The world LAN is related to ---/LAN শব্দটি সম্পর্কিত ---
Air Area Network
Fertilizer factory
Bridge design
Computer network
 
6. WAN stands for-/WAN শব্দটি তাৎপর্য-
Wap Area Network
Wide Area Network
Wide Array Net
Wireless Area Network
 

       

Try Again

Back To MCQ Page