Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
আর্ন্তজাতিক বিষয়াবলী
চুক্তি ও সনদ
 
1. নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?
Magna Carta
Bill of Rights
Retition of Rights
French Revolation
 
2. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
সেভার্স চুক্তি
লুজেন চুক্তি
ভার্সাই চুক্তি
প্যারিস চুক্তি
 
3. ‘ডেটন চুক্তি’ স্বাক্ষরিত হয় কোন শহরে?
আলাক্সা
নিউিইয়র্ক
প্যারিস
মিউনিখ
 
4. ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
মেরিল্যান্ড
ভার্জিনিয়া
কেন্টাকি
ওহাইও
 
5. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
১০ সেপ্টেম্বর, ১৯৯৩
১১ সেপ্টেম্বর, ১৯৯৩
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
২০ সেপ্টেম্বর, ১৯৯৩
 

6. মিশর ও ইসরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
জেনেভা চুক্তি
প্যারিস চু্ক্তি
ক্যাম্প ডেভিড চুক্তি
তাসখন্দ চুক্তি
 
7. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯২০ সালে
১৯৫৫ সালে
১৯৬৫ সালে
১৯৬৬ সালে
 
8. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
 
9. ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?
১৫২১ সালের ১৫ জুন
১২১৩ সালের ৭ ডিসেম্বর
১২১৫ সালের ১৫ জুন
১৩২৫ সালের ৭ জুলাই
 
10. ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?
জন
জেমস
এডওয়ার্ড
জর্জ
 

       

Try Again

Back To MCQ Page