Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
শতকরা
 
1. রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬,০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?
১২,০০০
৩,৬০০
১০,০০০
কোনোটিই নয়
 
2. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
৬০
৬৫
৭০
৭৫
 
3. ৩৭৫ এর ২০% = কত?
৭৫
৬২.০
৬০.০
৩৭.০
 
4. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেলনা। ঐ পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো?
২০%
১৫%
২৫%
৩০%
 
5. কোন সংখ্যার ৭৫% সমান ৯০ ?
১০০
১১০
১১৫
১২০
 

6. ১২.৫ এর ১.৩%=কত?
০.১৬২৫
১.৬২৫
০.০১৬২৫
০.০০১৬২৫
 
7. একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?
৯০%
৮০%
৭৫%
৫০%
 
8. একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয়, সংখ্যাটি কত?
৫০
৪০
৮০
 
9. ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
৮০%
৬০%
২০%
৪০%
 
10. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
২০০
৩০০
১০০
৪০০
 

       

Try Again

Back To MCQ Page