Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
স্রোত ও চৌবাচ্চা বিষয়ক
 
1. ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘন্টায় ৭.৫০ কিমি দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল-
ঘন্টায় ৬.২৫ কিমি
ঘন্টায় ৬ কিমি
ঘন্টায় ৩ কিমি
ঘন্টায় ৫ কিমি
 
2. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
৯ ঘন্টা
১২ ঘন্টা
১০ ঘন্টা
১৮ ঘন্টা
 
3. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কিমি এবং স্রোতের প্রতিকূলে ৪ কিমি যায়। নৌকার বেগ কত?
৮ কিমি
৬ কিমি
২ কিমি
৪ কিমি
 
4. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদী পথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
১০ ঘন্টা
৫ ঘন্টা
৬ ঘন্টা
৮ ঘন্টা
 
5. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
৩ ঘন্টা
৪ ঘন্টা
৫ ঘন্টা
৬ ঘন্টা
 

6. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
১৮ এবং ১২ মিনিট
২৪ এবং ১২ মিনিট
১৫ এবং ১২ মিনিট
১০ এবং ১৫ মিনিট
 
7. স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিমি পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিমি হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
৪ কিমি
৩ কিমি
২ কিমি
১ কিমি
 
8. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে-
৫ ঘন্টা
৬ ঘন্টা
৭ ঘন্টা
৮ ঘন্টা
 
9. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কিমি। ঐরূপ একটি নৌকার স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-
১৩ ঘন্টা
১২ ঘন্টা
১১ ঘন্টা
১০ ঘন্টা
 
10. স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৫ কিমি। ঐরূপ নৌকাটি স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ২১ কিমি পথ অতিক্রম করে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে-
৮ ঘন্টা
৭ ঘন্টা
৬ ঘন্টা
৯ ঘন্টা
 

       

Try Again

Back To MCQ Page