Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
ল.সা.গু এবং গ.সা.গু.
 
1. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
১২
১৫
১৬
২২
 
2. দুটি সংখ্যার গুণফল ৩১৫। সংখ্যা দুটির ল.সা.গু. ১০৫ হলে গ.সা.গু. কত?
১২
১৪
 
3. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
১৫
১৪
১৩
১২
 
4. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
 
5. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৫,৮,১২,১৪ দ্বারা বিভাজ্য?
৭০১
৮০১
৮১৫
৭০৯
 

6. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু. যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
৯৬
৭২
৯২
কোনটাই নয়
 
7. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে?
৬৪
১২৪
৩৪
কোনোটিই নয়
 
8. দুটি সংখ্যার গ.সা.গু. ১৫ এবং ল.সা.গু. ৪২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
১০৫
১০৬
১০০
৯০
 
9. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?
৩০
৪৮
১২০
৪৮০
 
10. দুটি সংখ্যার ল.সা.গু. ৯০ এবং গ.সা.গু. ১৫। একটি সংখ্যা ৪৫ হলে, অপরটি কত?
৩০
৩৬
৬০
৭৫
 

       

Try Again

Back To MCQ Page