Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
অনুপাত-সমানুপাত
 
1. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
৪৪ বছর
৪২ বছর
৫২ বছর
৫৪ বছর
 
2. ৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে?
২০ মি.
১৪ মি.
৩০ মি.
১৬ মি.
 
3. ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?
৪০
৫০
৬০
৭০
 
4. ধানে চাল ও তুষের অনুপাত ৭:৩ হলে এতে কি পরিমাণ চাল আছে?
৫০%
৬০%
৭০%
৮০%
 
5. দু’টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২। বৃত্ত দু’টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
২:৩
৩:৪
৪:৯
৯:৪
 

6. ৫:১৮, ৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
৭২:১০৫
৭২:৩৫
৩৫:৭২
১০৫:৭২
 
7. ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য-
৯ মিটার
৭ মিটার
১১ মিটার
১০ মিটার
 
8. ক:খ=৪:৫ এবং খ:গ=২:৩ অনুপাতে যদি ক-এর ৮০০ টাকা থাকে তাহলে গ-এর টাকার পরিমাণ কত?
১০০০
১২০০
১৫০০
২০০০
 
9. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
২০,০০০
২২,৫০০
২৫,০০০
৩০,০০০
 
10. দুইটি রাশির অনুপাত ৪:৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?
৪২
৪৯
৫৬
৬৪
 

       

Try Again

Back To MCQ Page