Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
গণিত
ক্ষেত্রফল ও পরিমাপ
 
1. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
৩৮০ বর্গমিটার
৪২৪ বর্গমিটার
৪০০ বর্গমিটার
৩৮৪ বর্গমিটার
 
2. এক হেক্টর জমি বলতে বোঝায়-
১০,০০০ বর্গমিটার
১,০০০ বর্গমিটার
১০০ বর্গমিটার
১০ বর্গমিটার
 
3. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
৯৫২ বর্গ মি.
৭২০ বর্গ মি.
২০৮ বর্গ মি.
৪৮০ বর্গ মি.
 
4. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
৭৮০ বর্গমিটার
৮০০ বর্গমিটার
৮৭৫ বর্গমিটার
৯৭৬ বর্গমিটার
 
5. ১ টন কত কেজির সমান?
১০০০ কেজি
১০০৫ কেজি
১০১০ কেজি
১০১৬ কেজি
 

6. 1 হন্দর সমান কত কিলোগ্রাম?
48.2 কিলোগ্রাম (প্রায়)
50.8 কিলোগ্রাম (প্রায়)
42.4 কিলোগ্রাম (প্রায়)
54.4 কিলোগ্রাম (প্রায়)
 
7. একটি খেলার মাঠের প্রস্থ আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ নির্ণয় করুন।
৮০ মিটার
১০৫ মিটার
৯০ মিটার
১০ মিটার
 
8. কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
৫০%
১০০%
১২৫%
১৫০%
 
9. এক টন=কত পাউন্ড?
১০০০
১১৬.৮
২২৪০
১৪০০
 
10. ১ মাইলে কত কিলোমিটার?
১.৬২ কিলোমিটার
১০০০ কিলোমিটার
১৭৬০ কিলোমিটার
১.৭৬০ কিলোমিটার
 

       

Try Again

Back To MCQ Page