Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
ইংরেজি
Translation
 
1. Translate into English: আমি তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখলাম।
I saw him to flee
I saw him running away
I saw him when he was running
Both ‘A’ and ‘C’
 
2. Translate into Bangla: “Keep an eye on my luggage.”
আমার মালামালের উপর একটু নজর দাও
আমার মালামালের দিকে তাকাও
আমার মালামাল দেখে রেখো
তুমি আমার মালামাল দেখতে পারো
 
3. Choose the correct translation: ‘‘তারা সাগরের কাছে একটি কুটিরে বাস করত।’’
They lived in a hut closed to sea
They lived a hut close by sea
They lived in a hut close to the sea
They lived in a hut close with the sea
 
4. The correct translation of ‘কি করে অংকটি করতে হয় তা তিনি আমাকে দেখালেন’ is
He shows me to do the sum
He showed me to do the sum
He showed me how to do the sum
He showed me to the sum
 
5. ‘His monumental failure hunts him even today’ এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?
তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তার চার পাশে ঘুরে বেড়ায়।
তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
তার বিপুল ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
তার স্মৃতিস্তম্ভ ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
 

6. The equivalent Bangla is saying for “To count the chickens before they are hatched’ is--
চোর পালালে বুদ্ধি বাড়ে
আগে দর্শনধারী, পরে গুণবিচারী
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না
গাছে কাঁঠাল গোঁফে তেল
 
7. মেয়েটি দেখতে তা মায়ের মত---
The girl is like her mother
The girl looks as her mother
The girl takes after her mother
The girl looks after her mother
 
8. ‘সে কলেরায় মারা গেছে’ Choose the correct translation--
He was died of cholera.
He died of cholera.
He died from cholera.
He died for cholera.
 
9. Students fight for justice and democracy------ এর সঠিক অনুবাদ হচ্ছে
তার স্তম্ভ সমান ব্যর্থতা আজও তার চার পাশে ঘুরে বেড়ায়।
তা স্তম্ভ সমান ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
তার বিপুল ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
তার স্মৃতিস্তম্ভ ব্যর্থতা আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
 
10. Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করলো’ from the alternatives below--
The authorities criticised him
The authorities took him to book
The authorities gave reins to him
The authorities took him to task
 

       

Try Again

Back To MCQ Page