Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
কারক ও বিভক্তি
 
1. ‘কারক’ (কৃ+ণক) শব্দটির অর্থ?
যা পদকে সম্পাদন করে
যা সমাস সম্পাদন করে
যা ক্রিয়া সম্পাদন করে
যা পদ ও সমাসকে সম্পাদন করে
 
2. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
কর্তৃকারক
সম্প্রদান কারক
কারণ কারক
কর্মকারক
 
3. ‘আমাদের একটি গল্প বলুন।’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ষষ্ঠী
কর্মে ২য়া
অপাদানে ৫মী
সম্প্রদানে ষষ্ঠী
 
4. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
ঘর ভরেছে অন্ধজনে
হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
অন্ধজনে দেহ আলো
 
5. ‘আমার গানের মালা আমি করব কারে দান’ বাক্যে ‘কারে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
করণে সপ্তমী
অপাদানে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
 

6. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে’ বাক্যে প্রিয়জনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে প্রথমা
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
সম্প্রদানে সপ্তমী
 
7. ‘ডাক্তার ডাক’- ডাক্তার কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে শূন্য
কর্তৃকারকে দ্বিতীয়া
কর্মকারকে শূন্য
অপাদান কারকে শূন্য
 
8. খালেদ বই পড়ে- বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে শূন্য
অধিকরণে শূন্য
কর্মে শূন্য
অপাদানে শূন্য
 
9. “ঘোড়া গাড়ি টানে।” এখানে ‘গাড়ি’-
কর্মকারক
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক
 
10. ‘পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে’- বাক্যে পরীক্ষা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
কর্তায় শূন্য
অপাদানে পঞ্চমী
অধিকরণে ষষ্ঠী
 

       

Try Again

Back To MCQ Page