Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
সন্ধি
 
1. ‘যদ্যপি’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
যদ+পি
যদি+অপি
যদ+অপি
যদ্য+অপি
 
2. ‘রবীন্দ্র’ এর সন্ধি-বিচ্ছেদ কি?
রবী+ন্দ্র
রবি+ঈন্দ্র
রবি+ঈন্দ্র
রব+ঈন্দ্র
 
3. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দু:শ্চিন্তা
 
4. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দ্বীপ+আয়ন
দ্বীপ+অয়ন
দ্বিপ+অনট
দ্বীপ+অনট
 
5. ‘অত্যন্ত’ এর সন্ধি-বিচ্ছে কোনটি?
অতি+অন্ত
অতী+অন্ত
অত্ৎ+অন্ত
অত+অন্ত
 

6. ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী- কোন নিয়মে এ সন্ধি হয়েছে?
আ+ঈ=এ
অ+ঈ=এ
আ+ঈ=এ
অ+ই=এ
 
7. ‘জলৌকা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
জল+একা
জলো+ঐকা
জল+ওকা
জল+ঔকা
 
8. ‘শুভেচ্ছা’র সন্ধি-বিচ্ছেদ-
শু+বেচ্ছা
শুভ+ইচ্ছা
শুভ+চ্ছা
শু+ইচ্ছা
 
9. ‘নবোঢ়া’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
নব+উঢ়া
নব+ঊঢ়া
নবো+উঢ়া
নবো+ঊঢ়া
 
10. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে-
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
 

       

Try Again

Back To MCQ Page