Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
বাগধারা এবং প্রবাদ-প্রবচন
 
1. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?
অলীক ভাবনা
অদ্ভুত জিনিস
সুন্দর কল্পনা
স্বপ্ন
 
2. ‘আকাশ কুসুম’ বাগধারার অর্থ নির্ণয় কর?
হতবুদ্ধি
সুদূরদর্শী
সুন্দর ফুল
কোনোটিই নয়
 
3. ‘আট কপালে’ বাগধারার অর্থ-
হতভাগ্য
ভাগ্যবান
সরু কপাল
চওড়া কপাল
 
4. ‘কুঁড়ে স্বভাব’ কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
ঊনপঞ্চাশ বায়ু
আঠারো মাসে বছর
অকাল কুস্মাণ্ড
অল্পবিদ্যা ভয়ঙ্করী
 
5. ‘দুর্লভ বস্তু’ বাগধারাটির অর্থ কি?
আকাশ
অমাবস্যার চাঁদ
একাদশে বৃহস্পতি
অরণ্যে রোদন
 

6. ‘একাদশে বৃহস্পতি’ কী?
প্রবাদ
বাগধারা
সমস্তপদ
ব্যাসবাক্য
 
7. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ-
অভদ্র
ভেদাভেদ
ঝগড়াটে
অপছন্দনীয়
 
8. ‘আষাঢ়ে গল্প’ বলতে কী বোঝায়?
আষাঢ় মাসের গল্প
বৃষ্টির গল্প
গাজাখুরি গল্প
শ্রাবণ মাসের গল্প
 
9. ‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
সুসময়
দুঃসময়
অলীক বস্তু
শেষ রক্ষা
 
10. নিচের বাক্যসমূহের মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
বাংলাদেশীরা আলস বলে পরিচিত
ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
সমুদ্রে লোনা পানির ঢেউ উঠেছে
বুড়ীর নাতিটা ঠিল অন্ধের যষ্ঠি, সেও মারা গেল
 

       

Try Again

Back To MCQ Page