Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা
বাংলা ভাষা
 
1. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
সাধু রীতি
চলিত রীতি
কথ্য রীতি
বানান রীতি
 
2. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
কবিতার পঙ্‌ক্তিতে
গানের কলিতে
গল্পের বর্ণনায়
নাটকের সংলাপে
 
3. প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো-
ধ্বনি, শব্দ, বাক্য
শব্দ, সন্ধি, সমাস
ধ্বনি, শব্দ, বর্ণ
অনুসর্গ, উপসর্গ, শব্দ
 
4. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমস্টিকে বলে-
বর্ণ
শব্দ
বাক্য
ভাষা
 
5. উপভাষা (Dialect) কোনটি?
সাহিত্যের ভাষা
পাঠ্যপুস্তকের ভাষা
অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
লেখ্য ভাষা
 

6. কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
বুদ্ধদেব বসু
 
7. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
কথ্য রীতি
আঞ্চলিক রীতি
চলিত রীতি
কোনোটিই নয়
 
8. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
চিত্র
ভাষা
ইঙ্গিত
আচরণ
 
9. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-
সাধু পুরুণদের ব্যবহৃত ভাষা
তৎসম শব্দবহুল ভাষার রীতি
কবিতা রচনার ভাষা
সাধারন লোকের ভাষা
 
10. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
অব্যয়
সম্বোধন পদ
সর্বনাম
ক্রিয়া
 

       

Try Again

Back To MCQ Page