Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন
৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা-(কলেজ/সমপর্যায়)
 
1. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
অনুসর্গ
বিশেষ্য
অব্যয়
উপসর্গ
 
2. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
প্রাদি সমাস
 
3. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ ---
পরিবর্তিত হয়
প্রধান থাকে
সংকুচিত হয়
বৃদ্ধি ঘটে
 

4. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। --এ মতের প্রবক্তা কে?
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
 
5. সমার্থক শব্দ ব্যবহার করলে ---
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
 
6. ভাব-সম্প্রসারণে ভাবের ----
পরিবর্তন ঘটে
অলঙ্করণ ঘটে
সম্প্রসারণ ঘটে
সংকোচন ঘটে
 

       

Try Again

Back To MCQ Page